More

    মাদকসহ দুইজনকে গ্রেপ্তারের পরে অর্থের বিনিময়ে একজনকে ছেড়ে দেওয়ায় আগৈলঝাড়ায় পুলিশের এএসআই ক্লোজড

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ দুইজনকে গ্রেপ্তারের পরে একজনকে অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে পুলিশের এএসআই আবু সালেহ’কে ক্লোজড করে রোববার রাতেই বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

    এঘটনার সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ। অভিযোগ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের কামরুজ্জামান খান বাদশার ছেলে রাহাত খান ও জয়দেব রায়ের ছেলে শিবু রায়কে বৃহস্পতিবার সন্ধ্যায় ১০পিচ ইয়াবাসহ দক্ষিন শিহিপাশা এলাকা থেকে গ্রেপ্তার করে আগৈলঝাড়া থানার এএসআই আবু সালেহ।

    গ্রেপ্তারের পরে শিবু রায়কে অর্থের বিনিময়ে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে উঠে আগৈলঝাড়া থানার এএসআই আবু সালেহ’র বিরুদ্ধে। এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে রোববার রাতেই আগৈলঝাড়া থানার এএসআই আবু সালেহ’কে ক্লোজড করে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

    তবে একটি সূত্রে জানা গেছে, এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তারপরে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...