More

    আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আইন—শৃংখলা বাহিনীর সহযোগীতায় গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ও গৈলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সহকারী পরিচালক ইন্দ্রানী দাস ও সুমি রানী মিত্র এই অভিযান পরিচালনা করেন।

    এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মূল্যে তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পন্য পাওয়ার অপরাধে ইসলাম মেডিকেল হলকে ৯ হাজার টাকা, মেডিসিন হাউজকে ২ হাজার টাকা, মা মেডিকেল হলকে ৬ হাজার টাকা, তালুকদার ডায়গনিষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা,

    লাইফ কেয়ার ডায়গনিষ্টিক সেন্টারকে ৪ হাজার টাকা, ও গৈলা বাজারে ফার্দিন পোল্টি্র হাউজকে ২ হাজার টাকা, মায়ের দোয়া ষ্টোরকে ২ হাজার টাকা, মায়ের দোয়া মাংসের দোকানে ৩ হাজার টাকাসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন—শৃংখলা বাহিনীর সদস্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিপিএলে থাকছে না ফরচুন বরিশাল, তামিমকে নিতে চায় নতুন ফ্র্যাঞ্চাইজি

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা দুই আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটির প্রতি দর্শকদের আগ্রহ ছিল ব্যাপক।...