More

    আগৈলঝাড়ায় বিদ্যালয়ের অফিস ও মন্দিরের দানবাক্স চুরি

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার রাতে একটি বিদ্যালয় ও একটি মন্দিরের দানবাক্সর তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তালা ভেঙ্গে নগদ টাকা চুরি করে নেয়ার ঘটনায় পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সুশান্ত চক্রবর্তী ঘুমানোর সুযোগে চোরের দল বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে অফিসের আলমিরার তালা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে ২৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

    একই রাতে রাজিহার সার্বজনীন কালী মন্দিরের দানবাক্সের তালা ভেঙ্গে চোরের দল বাক্স থেকে টাকা নিয়ে যায়। খবর পেয়ে বুধবার সকালে এসআই শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ জানান, চুরির ঘটনায় অভিযোগ দিলে মামলা নেয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় দোকান মহাজনকে হাতুড়ি দিয়ে গুরুতর জখম: আটক-৩

    অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি করেন ভুক্তভোগীরা। এর আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়ে প্রাণ নাশের হুমকি...