More

    খালেক সেরনিয়াবাত এর ৫১তম স্মরণসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ স্বাধীন দেশের প্রথম কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রী, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ৭৫এর ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের বাবা এবং মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র দাদা, আগৈলঝাড়ার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট আব্দুল খালেক সেরনিয়াবাতের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া—মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    আব্দুল খালেক সেরনিয়াবাতের রুহের মাগফিরাত কামনায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে পরিষদের হলরুমে গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে দোয়া মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ।

    মরহুম আব্দুল খালেক সেরনিয়াবাত, বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী বেগম সাহান আরা আবদুল্লাহ, ১৫ আগষ্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত,

    গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগ সহ—সভাপতি আব্দুস সত্তার মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, শ্রম বিষয়ক সম্পাদক সবুজ আকন, উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক শহিদ তালুকদার,

    সহ—সভাপতি আব্দুল্লাহ লিটন, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মমতাজ বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক,

    গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চান, সহ— সভাপতি শরীফ ইলিয়াস, বাকাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম পাইকসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,

    বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান দোয়া—মিলাদে উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন গৈলা আল ফারুক এতিমখানার সুপার মাওলানা সৈয়দ ইমরান ও মডেল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...