বরিশালের আগৈলঝাড়ায় সরস্বতী পূজা পরবতীর্ নৃত্য অনুষ্ঠানে হামলার ঘটনাকে কেন্দ্র করে চাইনিজ কুড়ালসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গ্রেপ্তারকৃতকে সোমবার সকালে ১৫১ ধারায় বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরস্বতী পূজা পরবতীর্ উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম—দক্ষিন রামান্দেরঅঁাক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৃত্য অনুষ্ঠানে শুক্রবার রাতে পূর্ব রামান্দেরঅঁাক গ্রামের রতন হালদার ও সুব্রত রায়ের নেতৃত্বে স্থানীয়দের সাথে হামলার ঘটনা ঘটে।
এঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় রতন হালদার ও সুব্রত রায়ের নেতৃত্বে ৩— ৪জনের একটি দল চাইনিজ কুড়াল নিয়ে পশ্চিম—দক্ষিন রামান্দেরঅঁাক গ্রামে গিয়ে প্রতিপক্ষদের খুজঁতে থাকে। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র দেখতে পেয়ে গ্রামবাসী ওই যুবকদের ধাওয়া করে চাইনিজ কুড়ালসহ সুজন হালদারকে ধরে পশ্চিম—দক্ষিন রামান্দেরঅঁাক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেয়।
এসময় বিদ্যালয়ের বাহিরে হামলাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ করে বিক্ষুদ্ধ স্থানীয়রা। পরে রোববার রাত সাড়ে ৯টায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল ঘটনাস্থলে গিয়ে আটককৃত সুজন হালদারকে চাইনিজ কুড়ালসহ থানায় নিয়ে আসেন।
থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, এঘটনায় স্থানীয় কেউ আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় মামলা না করায় গতকাল সোমবার সকালে সুজন হালদারকে ১৫১ ধারায় বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।