More

    বরিশালে ঘরোয়া রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়েছে।

    সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে পরিচালিত অভিযানে নগরীর হেমায়েতউদ্দীন সড়কের ঘরোয়া রেস্তোরাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা অফিসের আহ্বানে অভিযানটি পরিচালনা করেন ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান।

    অভিযানের তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঘরোয়া রেস্তোরাঁকে এর আগে সতর্ক করা হয়েছিল। তারা সেটি উপেক্ষা করেছে। রান্না ঘর অপরিচ্ছন্ন, তাদের ফ্রিজে অসুবিধা। খাবার যা পরিবেশন করে স্বাস্থ্যসম্মত নয়। যে কারণে রেস্তোরাঁটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মুনতাসির হাসান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...