বরিশালের আগৈলঝাড়ায় মাহফিলের চাল উঠানোকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে আহত যুবককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানার মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের কাজী মহল্লার বাইতুন নুর জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায় এবছরও ২২ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলের আয়োজনের জন্য প্রতি পরিবার থেকে চাউল উঠানো হয়।
এই চাউল উঠানোর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তসলিম কাজী ও কাজল কাজীর মধ্যে মঙ্গলবার রাতে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় কাজলের নেতৃত্বে ৫—৬ জনের দল ধারালো অস্ত্র নিয়ে তসলিম কাজীকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
হামলার সময় তসলিমকে বাঁচাতে এগিয়ে আসলে তার চাচাতো ভাই কাজী রাফিজ, চাচি বিথী বেগমও তাদের হামলায় আহত হয়। গুরুতর আহত তসলিম কাজীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় তসলিম কাজীর ছেলে রহিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ ব্যাপারে থানা ওসি (তদন্ত)) মো. জহিরুল ইসলাম জানান, কুপিয়ে আহত’র সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলা দায়েরের পরে আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে ।