More

    আগৈলঝাড়ার সীমান্ত বতীর গ্রামে বিদ্যুতের তাড়ে জড়িয়ে একজনের মৃত্যু

    অবশ্যই পরুন

    নিজের ইরি—বোরো ধানের ক্ষেতে দেওয়া বিদ্যুতের তাড়ে জড়িয়ে নিজেরই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্ত বতীর কারফা গ্রামে।

    হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত বতীর কারফা গ্রামের যুদিষ্টি হালদারের ছেলে গৌরাঙ্গ হালদার (৫০) ইঁদুরের হাত থেকে তার বাড়ির পাশের ধান ক্ষেতের ধান রক্ষার জন্য জমির চারিপাশে মঙ্গলবার রাতে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়।

    বুধবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে ধানের ক্ষেতে গেলে গৌরাঙ্গ হালদার বিদ্যুৎয়ায়িত হয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...