বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় এমপির সাথে বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,
বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সাথে তার সেরালস্থ বাসভবনে শুক্রবার রাতে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বরিশালের কৃতি সন্তান বশির আহমেদ পিপিএম— বার।
এসময় বরিশাল জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুস, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক,
উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মজিদ মাস্টার, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।