More

    এবারও বিপিএল জিতবে কুমিল্লা, প্রেডিকশন ড্যারেন স্যামির

    অবশ্যই পরুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ জমে ক্ষীর। প্লে-অফের রোমাঞ্চ শুরুর আগে এবার বিপিএলের বড়সড় প্রেডিকশন নিয়ে হাজির টি-২০ ক্রিকেটের অন্যতম গ্রেটেস্ট তারকা ড্যারেন স্যামি। অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে জোড়া বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি প্রেডিক্ট করেছেন, কারা জিতবে এবারের বিপিএলের শিরোপা, কে হবেন টুর্নামেন্ট সেরা, সবচেয়ে বেশি ছক্কা বা উইকেটের মালিক কে হবেন।

    পেশোয়ার জালমির হয়ে কাজ করতে স্যামি এখন অবস্থান করছেন পাকিস্তানে। সেই পেশোয়ারের কিট পরেই বিপিএল উন্মাদনায় যোগ দিয়েছেন ক্যারিবীয় সুপারস্টার। স্যামি মনে করেন, এবারের বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকাবেন তাওহীদ হৃদয়। শরিফুল ইসলামকে ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব আল হাসান অথবা শেখ মেহেদী হাসান, স্যামি এগিয়ে রেখেছেন সাকিবকেই। আর মোস্ট ভেলুয়েবল প্লেয়ার কে হবেন, তা শোনা যাক স্যামির মুখেই।

    স্যামি বলেন, ‘আপনারা জানেন আমি একজন অলরাউন্ডার। আমি তাই সাকিবকেই এগিয়ে রাখছি। ব্যাটে-বলে সে যেভাবে পারফর্ম করছে, দারুণ।’

    চোখের সমস্যা নিয়ে ব্যাটে বলে সাকিব যেভাবে পারফর্ম করছেন, তাতে তিনিই এবারের টুর্নামেন্ট সেরা হওয়ার দাবিদার। এর আগে চারটি প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট এওয়ার্ড জেতা সাকিবের প্রতিদ্বন্দ্বী হতে পারেন হৃদয়, ধারণা স্যামির।

    ওয়েস্ট ইন্ডিজের সোনালি যুগের এই ক্রিকেটার মনে করেন, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ সাইফউদ্দিন এবারের আসরের মোস্ট প্রমিজিং প্লেয়ার। আর গত দুই আসরেই শিরোপা জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারও চ্যাম্পিয়ন হবে, প্রেডিকশন ড্যারেন স্যামির

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আগৈলঝাড়ায় বিপুল পরিমাণ ইয়াবা ও গাজাসহ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেপ্তার

    বরিশালের আগৈলঝাড়ায় বিপুল পরিমান মাদকসহ চিহ্নিত শীর্ষ এক মাদক ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।...