More

    মেয়ার্স-তামিমে হেসেখেলে প্লে-অফে বরিশাল, চট্টগ্রামের বিদায়

    অবশ্যই পরুন

    আবারো তামিম ইকবালের অর্ধশতক, আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিদায় করে কোয়ালিফায়ারে উঠল ফরচুন বরিশাল। আর তাতে মূল অবদান কাইল মেয়ার্সের, ব্যাট হাতে যিনি এদিন দেখিয়েছেন অতিমানবীয় পারফরম্যান্স। বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে ৭ উইকেটের হারের স্বাদ দিয়েছেন তামিম-মিলাররা।

    হাই ভোল্টেজ সেই লড়াইয়ে টস জিতে বরিশালের অধিনায়ক তামিম প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। চট্টগ্রামের শুরুটা অবশ্য ভালো ছিল না। তানজিদ হাসান তামিম ৩ বলে ২ ও ইমরানউজ্জামান ১৭ বলে ১১ রান করে সাজঘরে ফিরলে চাপে পড়ে বন্দরনগরীর দলটি। এরপর দুই বিদেশি জশ ব্রাউন ও টম ব্রুস দেখাচ্ছিলেন আশার আলো। তবে ব্রাউন ২২ বলে ৩৪ রান করে বিদায় নেওয়ার খানিক পর ব্রুসও ফেরেন সাজঘরে, ১১ বলে ১৭ রান করে।

    সৈকত আলী থিতু হওয়ার চেষ্টা করে ব্যর্থ হলে ৮৪ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে চট্টগ্রাম। চাপের মুখে অধিনায়ক শুভাগত হোম ধরেন দলের হাল। চারটি চারে ১৬ বলে ২৪ রানের ইনিংসে দলকে গড়ে দেন লড়াকু সংগ্রহের ভিত। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান দাঁড়ায় চট্টগ্রামের সংগ্রহ।

    জবাব দিতে নেমে সৌম্য সরকার সুবিধা করতে পারেননি ওপেনারের ভূমিকায়। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রান নিয়ে ফেরেন সাজঘরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ডাক এর রেকর্ডে সৌম্য এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে। তার সাথে ১১টি ডাক নিয়ে তালিকার দুইয়ে মাশরাফি বিন মর্তুজা। সবার উপরে অবস্থান করছেন এনামুল হক বিজয়।

    সৌম্যর বিদায়ে অবশ্য কোনো সমস্যাই হয়নি বরিশালের। অধিনায়ক তামিমকে অপর প্রান্তে রেখে এক প্রান্তে চড়াও হন ওয়ান ডাউনে নামা কাইল মেয়ার্স। শুভাগতর এক ওভারে ২৬ রান নেওয়া মেয়ার্স ২৬ বলে ঠিক ৫০ রান করে ফেরেন সাজঘরে, ৩টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়ে।

    এরপর প্রথম ম্যাচ খেলতে নামা ডেভিড মিলারকে নিয়ে হেসেখেলে জয়ের পথে পা বাড়ান তামিম। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক আরও এক ঝলমলে ইনিংসে নিজেকে নিয়ে যান আরও উঁচুতে। ৪১ বলে অর্ধশতক পূর্ণ করার পর জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম। মিলার ১৩ বলে ১৭ রান করে ফিরলেও ৫ বলে ৬ রান করে তার সঙ্গী ছিলেন মুশফিকুর রহিম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাকিবের মতো চোর-চোট্টা ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না : প্রেসসচিব

    ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ক্ষমতা হারায় আওয়ামী...