More

    আগৈলঝাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

    অবশ্যই পরুন

    স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,

    উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম রঞ্জন হালদার,

    উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, থানার এসআই মনির হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

    অনুষ্ঠানে সভাপতি ফারিহা তানজিন বলেন, স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরো বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করেছে।

    সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পেঁৗছে দিয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...