‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী রবীন্দ্রনাথ চক্রবর্তী,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম রঞ্জন হালদার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, থানার এসআই মনির হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।