মাদারীপুরের কালকিনিতে ’স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা আজ জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ইং পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক আরো বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,উপজেলা পরিসংখ্যা কর্মকর্তা প্রভাব সন্ন্যাসী, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বদরুজ্জামান উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ লিমন,
বক্তারা বলেন, সঠিক, সময়োপযোগী ও মানসম্পন্ন পরিসংখ্যান প্রস্তুত করে পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন তথ্য উপাত্যের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি পরিবীক্ষণ করা হয়।