মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে কেক কাটা ও র্যালিসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোসাঃ তাহমিনা বেগম (এমপি) তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রিয় সংগঠন আওয়ামীলীগ এবং তারই প্রিয় সংগঠন মহিলা আওয়ামী লীগ।
আজকে নারী ক্ষমতায়ন এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবদান। কালকিনি উপজেলা মহিলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নাহার লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন ব্যাপারী,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সোহেল তালুকদার, দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন সর্দার,শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক জহিরুল আলম ডালিম,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.লুৎফর সর্দার,
উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, কৃষকলীগের আহ্বায়ক এমদাদুল হক সরদার,
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন,উপজেলা মৎস্যলীগের সভাপতি শাহাদাত সর্দার,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা উপজেলা ও পৌর মহিলা আ’লীগের কর্মিবৃন্দরা।