More

    আগৈলঝাড়ায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ১জন আটক

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় গরু চুরির হিড়িক পড়েছে। গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ১ জনকে ধাওয়া করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

    চুরি ঠেকাতে গোয়াল ঘরেই রাত কাটাতে হচ্ছে অনেক খামারিদের। পুলিশের দাবি চুরি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার ভোর রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের সম্রাট বিশ্বাসের গোয়াল ঘর থেকে বিদেশি জাতের একটি গরু সংঘবদ্ধ চোরের দল চুরি করে পিকাপ ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করে এক চোরকে আটক করে থানায় সোপর্দ করে।

    গরু নিয়ে চোর চক্রের অন্য সদস্যরা সড়ক পথে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার জোগাড়চর গ্রামের শুক্কুর আলির ছেলে গরু চোর রাছেল মাহমুদ ভুইয়া (৪৫) কে আটক করে থানায় সোপর্দ করে। মাঝে মধ্যে আগৈলঝাড়া ও পার্শ্ববর্তী এলাকায় গরু ও মাছ চুরির ঘটনা ঘটলেও সম্প্রতি ২/৩ সপ্তাহ যাবৎ গরু চুরির হিড়িক পড়েছে।

    প্রায় প্রতিরাতেই গণহারে বিদেশি জাতের দামি গরু চুরির ঘটনা ঘটছে। ধারণা করা হচ্ছে চোর চক্রের সদস্যরা কয়েকটি ভাগে ভাগ হয়ে প্রতিরাতে এ কাজ করছে। একই রাতে ওই গ্রামের জগদীশ হালদারের গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু চুরির সময় কুকুরের ডাক চিৎকারে গরুর মালিকরা জেগে ওঠায় রক্ষা পায়। এছাড়া বুধবার রাতে রাজিহার গ্রামের স্বপন হালদারের ২টি, ডাসার গ্রামের গোপাল মণ্ডলের ১টি গাভী ও ২টি ষাঁড় গরু চুরি হয়। গত ১০দিনের মধ্যে উপজেলার পাকুরিতা গ্রামের বিধান মণ্ডলের ১টি, আহুতি বাটরা গ্রামের উত্তম মজুমদারের ২টি, বারপাইকা গ্রামের বিষ্ণু বাড়ৈর ১টি, গৈলা ইউনিয়ন পরিষদের সদস্য শামীম ফরিয়ার ৩টি, ভালুকশী গ্রামের অজু হাওলাদারের ১টি, রামশীল জয়ধর বাড়ী থেকে ২টি বিদেশি জাতের গাভী চুরি হয়।

    এছাড়া জোবারপাড় গ্রামের নিরাঞ্জন হালদারের পুকুরের মাছ চুরি হয়েছে। পশ্চিম মোল্লাপাড়া গ্রামের সম্রাট বিশ্বাস জানান, বুধবার গভীর রাতে আমার গোয়াল ঘর থেকে প্রায় দুই লক্ষ টাকা দামের একটি বিদেশি গরু চোরের দল নিয়ে যায়।

    এসময় স্থানীয়রা এক চোরকে আটক করতে পারলেও আমার গরুটি নিয়ে চোরের অন্য সদস্যরা পালিয়ে যায়। পশ্চিম মোল্লাপাড়া গ্রামের পার্বতী হালদার জানান, গরু চুরির হাত থেকে রেহাই পেতে প্রতিদিন রাতেই বসত ঘর ছেড়ে গোয়াল ঘরে ঘুমাতে হচ্ছে।

    এব্যাপারে থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম বলেন, স্থানীয়রা টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার জোগাড়চর গ্রামের শুক্কুর আলীর ছেলে গরু চোর রাছেল মাহমুদ ভুইয়াকে আটক করে থানায় সোপর্দ করে।

    গতকাল বৃহস্পতিবার সকালে রাছেল মাহমুদ ভূঁইয়াকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া চুরি ঠেকাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...