বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তির লোভে ভাইয়ের হাতে ভাই আহত।
গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে জামাল সর্দার ও প্রবাস ফেরত আরেক ছেলে জালাল সরদারের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা—জমি সক্রান্ত বিরোধ চলে আসছে।
আহত জামাল সরদারের স্ত্রী সালমা বেগম জানান, বাড়ির জায়গায় মাটি দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায় দেবর জালাল সর্দার আমার স্বামী জামাল সরদারকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত জামাল সরদারকে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।