“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই শ্লোগানে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার, ডা. অর্নব সাহা, শিক্ষক জ্যোর্তিময় দাস ও সাইফুল ইসলাম প্রমুখ।