উজিরপুরে ব্যবসায়ীক বিরোধে জেরে মুক্তিযোদ্ধার সন্তানকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের।
ঘটনাটি ঘটেছে গত ৩ মার্চ রবিবার রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের সাকুরা পেট্রোল পাম্প এলাকায়। দুবৃত্তের হামলায় আহত হয়ে মুক্তিযোদ্ধার সন্তান মিজানুর রহমান( ৪৫) উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জানাগেছে মুন্ডপাশা গ্রামের হামেদ হাওলাদারের পুত্র অভিযুক্ত লিমন হাওলাদার (৩৩) ও স্বপন হাওলাদার (৩৫) পূর্ব শত্রুতার জেরে ঘটনার দিন রাতে আহত মিজানের দোকানের সামনে এসে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে একপর্যায়ে এলোপাথাড়ি মারধর শুরু করে তারা মিজানকে মাটিতে ফেলে লাঠি ইট দিয়ে আঘাত করে তার দোকানে লুটপাট চালিয়ে নগদ টাকা মোবাইল ছিনিয়ে নেয়,
আহতের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মিজানকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় এলাকায় সাধারণের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবার আশ্বাস দেন।