More

    উজিরপুরে জাতীয় পানি নীতি বিষয়ক গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ পরিবর্তিত জলবায়ু বাস্তবতা, ক্রমবর্ধমান পানিসংকট এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পানির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে বরিশালের উজিরপুরে গণশুনানি ও তারুণ্যের মতামত গ্রহণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান। ভার্চুয়াল বক্তব্যে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পানিসম্পদের বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত ব্যবস্থাপনার বিকল্প নেই। জাতীয় পানি নীতি–২০২৫ প্রণয়নে স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মতামত অন্তর্ভুক্ত করাই এই গণশুনানির মূল উদ্দেশ্য।

    কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারপো’র পরিচালক মোঃ নুর আলম এবং উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল। তারা নদী-খাল সংরক্ষণ, জলাশয়ের অবৈধ দখল রোধ, নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

    কর্মশালায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আলী সুজা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদা প্রতিফলিত না হলে কোনো নীতিই কার্যকর হয় না। পানি সম্পদ ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে হবে।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ারপো’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা খসরুল আলম। তিনি কর্মশালার লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরে জানান, গণশুনানি থেকে প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ জাতীয় পর্যায়ে জাতীয় পানি নীতি–২০২৫ চূড়ান্তকরণে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হবে।

    কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা পানির ন্যায্য বণ্টন, কৃষি ও মৎস্য খাতে পানির ব্যবহার, জলাবদ্ধতা নিরসন, নদী-খাল পুনরুদ্ধার এবং নিরাপদ পানির সংকট নিরসনে বাস্তবভিত্তিক মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।

    কর্মশালাটি উন্মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্বে প্রাক-প্রাথমিক গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কফিল বিশ্বাস,সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম,জয়শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেকেন্দার আলী ও প্রমূখ। এছাড়াও অংশগ্রহণকারীদের মতামত গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফলভাবে সম্পন্ন করা হয়

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কলাপাড়ায় শোক সভা ও দোয়া মাহফিল

    কলাপাড়া প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলাপাড়ায় শোক সভা ও দোয়া...