মাদারীপুরের কালকিনিতে একটি খাল থেকে বস্তাবন্দি এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে পৌর এলাকার ভূরঘাটার লাল ব্রিজের নিচ থেকে থানা পুলিশ ওই লাশটি উদ্ধার করেছে।
তবে ওই অজ্ঞাত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে,শুক্রবার ভোরে লাল ব্রিজের নিচে আমানগঞ্জ খালের পানিতে একটি ভাসান্ত অর্ধনগ্ন বস্তাবন্দি লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। কালকিনি থানা পুলিশ খবর পেয়ে ওই অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করেন।
পরে ময়না তদন্তের জন্য অজ্ঞাত লাশটি মাদারীপুর মর্গে প্রেরণ করে পুলিশ।এব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল-মামুন জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। তবে লাশের কোন পরিচয় মেলেনি। তার বয়স আনুমানিক ৪০ হবে।