More

    বরিশালের ক্রীড়াজগতকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে: খোকন সেরনিয়াবাত

    অবশ্যই পরুন

    বরিশালে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর গ্রান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত ও বিজয়ীসহ রানারআর্প খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার রাত ৭ টায় কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর সার্বিক সহযোগিতায় বরিশাল মহানগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াাবাত স্টেডিয়াম ইনডোরে কমিউনিটি পুলিশিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

    পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।

    এসময় প্রধান অতিথি এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করায় বিএমপি কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ এই প্রতিযোগিতা আয়োজন করে যে সূচনা করেছেন আমরা এটি এগিয়ে নিতে চাই। তিনি বরিশালের ক্রীড়াজগতকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

    ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বক্তব্যের শুরুতেই পুলিশ কমিশনার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা-বোন ও ৭৫ এর ১৫ই আগস্ট জাতির পিতার পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যসহ বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

    তিনি এ ধরনের একটি বর্ণাঢ্য আয়োজন সফল ভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এ সময় তিনি বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে তৃনমুল পর্যায়ের সাধারণ মানুষের সাথে মেলবন্ধন সৃষ্টি করা এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল।

    গত ৩ ফেব্রুয়ারী খেলা শুরু হয়ে দীর্ঘ পথ পরিক্রমায় সকলের অংশগ্রহণে তৃনমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে এই আয়োজন পরিপূর্ণ করতে পেরেছি। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজ থেকে মাদক, জুয়া, সন্ত্রাস নির্মূল করে একটি জনমুখী, গণমূখী ও প্রতিরোধমূলক পুলিশী ব্যবস্থা বাস্তবায়ন করার ক্ষেত্রে এ ধরনের একটি আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    এ ছাড়াও বিএমপি ও বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী সমাবেশ আয়োজন করে মাদক, সন্ত্রাস নির্মূল করার পাশাপাশি বরিশালকে একটি বাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।

    উল্লেখ্য, যে মহানগরীর সকল থানা এলাকার পৃথক পৃথক ভেন্যুতে আয়োজিত বর্ণাঢ্য এ টুর্নামেন্টে কোতয়ালী মডেল থানা এলাকা থেকে ৩৮ টি টিম, বন্দর থানা এলাকা থেকে ৩৬ টি, কাউনিয়া থানা এলাকা থেকে ২৪ টি এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে ৪৫ টি সহ সর্বমোট ১৪৩ টি টিম অংশগ্রহণ করেন।

    খেলা শেষে পুলিশ কমিশনার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা সহ নগদ অর্থ তুলে দিয়ে বিজয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানান।

    এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) আলী আশরাফ ভূঁঞা, বিপিএম-বার, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক, বীর প্রতীক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ফজলুল করিম, বিসিসি প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব, সমাজসেবক ও আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুনসহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, খেলোয়ার ও আগত দর্শকবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় নাজিরপুরে ইউনিয়নজুড়ে আনন্দ মিছিল

    প্রান্ত মিস্তী, নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নিজ উপজেলা...