More

    আগৈলঝাড়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। কারাদন্ডপ্রাপ্তকে গতকাল শনিবার দুপুরে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের কাজীর গ্রামের মৃত আব্দুর রসিদ মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী রিয়াজ মোল্লাকে ১শত গ্রাম মাদকদ্রব্য গাঁজা ও সেবনের জিনিসপত্রসহ গতকাল শনিবার সকালে গৌরনদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ফাইজুল ইসলাম হৃদয় গ্রেপ্তার করে।

    পরে গতকাল শনিবার সকাল ১১টায় মাদক ব্যবসায়ী রিয়াজ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে ইমামা বানিনের আদালতে হাজির করা হলে বিচারক মাদক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।

    পরে কারাদন্ডপ্রাপ্তকে আগৈলঝাড়া থানার মাধ্যমে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গৌরনদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ফাইজুল ইসলাম হৃদয়, ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...