More

    মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিএনপির গণসংযোগ

    অবশ্যই পরুন

    জ্বালানি ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে পৃথক লিফলেট এবং গণসংযোগ করেছে জেলা ও মহানগর বিএনপি।

    শনিবার (০৯ মার্চ) বেলা ১১টায় বরিশাল নগরের সদর রোডস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হয়।

    পরে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির এবং যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা (দক্ষিণ) বিএনপি দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। পরে তারা নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

    এ সময় জেলা (দক্ষিণ) বিএনপির উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনসহ অন্যরা।

    প্রায় একই সময়ে জেলা (উত্তর) বিএনপি দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় জেলা (উত্তর) বিএনপির উপস্থিত ছিলেন আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ অন্যান্যরা।

    বিএনপির পৃথক কর্মসূচি উপলক্ষে সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় নাজিরপুরে ইউনিয়নজুড়ে আনন্দ মিছিল

    প্রান্ত মিস্তী, নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণায় জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের নিজ উপজেলা...