বরিশালের আগৈলঝাড়ায় বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ডিবি’র এসআই হেলাল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পয়সা গ্রামের মৃত আকবর শেখের ছেলে হাকিম শেখ (৩০) এর বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ।
অভিযানের সময় হাকিম শেখ সেখানে উপস্থিত থাকলেও কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় হাকিমের বসত ঘর থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। মামলার বাদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র এসআই হেলাল উদ্দিন সরদার শুক্রবার রাতে তার দায়ের করা এজাহারে উল্লেখ করেন ঘটনাস্থল পয়সারহাট থেকে বরিশালগামী বাস কাউন্টারের দক্ষিণ পার্শ্বের জনৈক রাসেল মিয়ার রিং—স্লাব তৈরীর দোকানের পূর্ব পার্শ্বের কতিপয় লোকজন মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
খবর পেয়ে তার নেতৃত্বে এএসআই আল মামুনসহ সঙ্গীয় চারজন ফোর্স নিয়ে রাত সাড়ে নয়টায় অভিযান পরিচালনা করেন। অভিযান টের পেয়ে ঘটনাস্থলে হলুদ রং এর শপিং ব্যাগ নিয়ে দাড়িয়ে থাকা এক ব্যক্তি তার হাতে থাকা ব্যাগটি ঘটনাস্থলে ছুড়ে ফেলে দিয়ে পাশের বাড়ির বাগানে পালিয়ে যায়।
ব্যাগটি উদ্ধার করে তাতে আধা কেজি গাঁজা দেখতে পায় ডিবি পুলিশ। বাদীর মতে, স্থানীয় আলম শেখ এর ছেলে তুহিন শেখ (৩৪) এবং মো. হারুন শেখের ছেলে আমিনুল শেখ (৩০) আভিযানিক দলকে জানায় পালিয়ে যাওয়া ব্যক্তি ময়ুর আলী ফকিরের ছেলে মাওলা ফকির (২৭)।
ডিবি পুলিশ উল্লেখিত তুহিন ও আলমকে স্বাক্ষী রেখে তাদের মতে মাওলা ফকিরকে একমাত্র আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।