More

    মেরেপুরে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা সচেতনতামূলক প্রশিক্ষণ।

    অবশ্যই পরুন

    খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি শহিদুল আলম,খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরীধারণ ইউনিটের সহযোগী গবেষণা পরিচালক মোস্তফা ফারুক আল বান্না।

    সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাজমুল হক, সিভিল সার্জন ডা মহী উদ্দিন আহমেদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রশিক্ষনে মেহেরপুরের বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-১ আসনে ড. ফয়জুল হকের গণসংযোগে উৎসাহ-উদ্দীপনা

    ঝালকাঠির কাঠালিয়ার বিভিন্ন এলাকায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের এমপি প্রার্থী ড. ফয়জুল হক ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। এ সময়...