More

    বরিশালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেয়ায় অর্ধশত শিক্ষার্থী আটক

    অবশ্যই পরুন

    বরিশালে স্কুল ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ায় অর্ধশত ছাত্র-ছাত্রীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ত্রিশ গোডাউন পার্ক ও বিভিন্ন নদীর তীরে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

    মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার হুমায়ুন কবির বলেন, নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন কর্মকাণ্ড করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম উপলক্ষে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

    জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর যুবদলের আওতাধীন ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ...