মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে নিরাপদ পানি সরবরাহ,উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধির উন্নত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।
এরই ধারাবাহিকতায় ১২ই মার্চ মঙ্গলবার ব্র্যাক কর্তৃক আয়োজিত পাথরঘাটা উপজেলার ব্র্যাক ওয়াশ কর্মসূচির ইনসেপ্টশন মিটিং অনুষ্ঠিত হয়। ব্র্যাক এর বরগুনা জেলা সমন্বায়ক মারুফ পারভেজের সঞ্চালনায় সকাল সাড়ে নয়টার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার, জনাব মো: রোকনুজ্জামান খান,মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: মনিরুল ইসলাম,পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা গোলাম কবির, ব্র্যাক এর জেলা সমন্বায়ক জনাব মো: মারুফ পারভেজ,পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফ তৌহিদ,
ব্র্যাক পাথরঘাটা (ওয়াশ)কর্মকর্তা মোঃ সোহেল হাওলাদার, মোঃ নুরুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ব্র্যাক পাথরঘাটা শাখার বিভিন্ন প্রোগ্রামের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন- আমরা জানি ব্র্যাক দেশের অসহায় হতদরিদ্র জনগোষ্ঠী নিয়ে কাজ করে।
এরই ধারাবাহিকতায় ব্র্যাকের ওয়াশ প্রোগ্রামের গৃহীত বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত সেনিটেশন সিস্টেম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।এই ধরনের কর্মকাণ্ডে সর্বাবস্থায় আমরা ব্র্যাকের পাশে থাকবো।