More

    পটুয়াখালীতে কেজি দরে তরমুজ বিক্রি, ৪ বিক্রেতাকে জরিমানা

    অবশ্যই পরুন

    পিস হিসাবে কিনে কেজিতে বিক্রি করার দায়ে পটুয়াখালীর হেতালিয়া বাধঘাট এবং পুরানো বাজারে চার তরমুজ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ হাজার টাকা জরিমানা করেন। একই অভিযানে বাধঘাট এলাকায় জ্বালানি তেল মাপে কম দেওয়ায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    পটুয়াখালী পৌরসভার স্যানিটারি পরিদর্শক শারমিন সুলতানা সাংবাদিকদের বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং তরমুজ বিক্রির ব্যাপারে প্রতারণা কমাতে করতে বাজার মনিটরিং ও অভিযানের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

    এরই অংশ হিসেবে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।

    সংশ্লিষ্ট বিভাগের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া এই অভিযানে নেতৃত্ব দেন।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মামলা উত্তোলনের জন্য মা ও মেয়ের ওপর হামলা

    জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা মামলা উত্তোলনের জন্য বিধবা আয়েশা বেগম ও তার মেয়ে রিনা বেগমকে মারধর করে আহত...