পটুয়াখালী কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার বেলা ১১টায় আন্ধারমানিক নদী তীর পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী সংগঠনের যৌথ উদ্যোগে সমাবেশ শেষে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। পৌরশহরের হাইস্কুল মাঠ সংলগ্ন আন্ধারমানিক নদী তীরের অন্তত ১০০ মিটার এলাকার প্লাস্টিক পলিথিন বর্জ্য অপসারণ কার্যক্রম চালানো হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পরিবেশ কমীর্ মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা আন্ধারমানিক নদীর দূষণ বন্ধে সকল ধরনের বর্জ্য না ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।