More

    কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে কলাপাড়ার চাকামইয়ার চুঙ্গাপাশা গ্রামের জলিল আকনের ছেলে জামাল আকন (৪৫),

    পটুয়াখালীর লাউকাঠি গ্রামের হাসেম হাওলাদারের ছেলে শানু হাওলাদার (৬০) ও জামুরা গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (৪৯)। এসময় একটি ট্রলারসহ পুরনো রামদা, চাপাতি, ড্যাগার, লোহার শাবল, হ্যাকস ব্লেড জব্দ করা হয়। কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত।

    আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। এছাড়া বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে। এরা এখানে কোন বাড়িতে ডাকাতির প্রস্তুতি করছিল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...