More

    ডাসারে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি গবাদি পশু পুড়ে ছাই

    অবশ্যই পরুন

    মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম শশিকর আবদার পাড় এলাকায় বল্লভ বাড়িতে আগুন লেগে ভবতোষ বল্লভ,বিশ্বজিৎ বল্লভ,দিজেন বল্লভ এবং পরিমল বল্লভের ১টি বসত ঘর,৩টি পাকের ঘর এবং ১টি গোয়াল ঘর ও একটি গাভি গবাদি পশু গরু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারেরা জানিয়েছেন।

    সোমবার(১৮ মার্চ) দিবাগত রাত ১ টায় এ দুর্ঘটনা ঘটে।রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,সোমবার রাত ১টার দিকে হঠাৎ আগুন দেখতে পায় বাড়ির লোকজন।

    তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেও ব্যর্থ হয়।এতে ঘরবাড়ি ও গবাদি পশু গরুসহ আনুমানিক ৪লাখ তাকার মালামাল পুড়ে গেছে বলেও জানান ক্ষতিগ্রস্ত পরিবার। ক্ষতিগ্রস্ত কৃষক ভবতোষ বল্লভ বলেন,”রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পরি।

    রাত ১ টার দিকে উঠে দেখি পাকের ঘরে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে।এতে আমাদের পাঁচটি ঘর আগুনে পুড়ে ছাই হয়েগেছে।আমার একটি গাভি গরু পুরে ছাই হয়েছে। আমরা গরীব মানুষ, সরকারের কাছে সহযোগিতা চাই।

    ” নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, আমার ইউনিয়নের পশ্চিম শশিকরে রাতে বল্লভ বাড়িতে আগুন লেগে গবাদি পশুসহ ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে।বিষয়টি খুবই দুঃখজনক।ক্ষতিগ্রস্তদের বিষয়টি আমি ইউএনও মহোদয়কে জানিয়েছে।

    এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,ইতিমধ্যে আমি খোঁজ নিয়েছি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...