More

    কলাপাড়া পৌর মেয়রের ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চেয়ে ম্যাসেজ দিচ্ছে প্রতারক চক্র

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ হ্যাক করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রধানের কাছে টাকা চেয়ে ম্যাসেজ দিচ্ছে একটি প্রতারক চক্র।

    জানা যায়, কলাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার ছুটি নিয়ে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করায় সংঘবদ্ধ প্রতারক চক্রটি মেয়রের শুভাকা্ধসঢ়;ংক্ষী ও ঘনিষ্ঠজনদের কাছে টাকা চেয়ে ম্যাসেজ দিচ্ছে। বিষয়টি ফাঁস হয়ে পড়ায় মেয়রের পরিবারের পক্ষ থেকে সকলকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

    এবং এ ঘটনার প্রতিকারে মেয়রের ছোট ভাই স্বপন হাওলাদার কলাপাড়া থানা সাধারণ ডায়রি করেছেন। যার নং ৫৬৫ তারিখ ১৭ মার্চ। এ ব্যাপারে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের ছোট ভাই স্বপন হাওলাদার বলেন, রোববার বিকেলে যশোরের আমাদের এক স্বজনের কাছে ইমার্জেন্সি ম্যাসেজ দেয়া হয়েছে এবং তিনি প্রতারক চক্রের দেয়া বি— ক্যাশ নম্বর ০১৭১২৮৭৭২৪২ বিশ হাজার টাকা পাঠিয়েছেন।

    এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে টাকা চেয়ে ম্যাসেজ দেয়া হচ্ছে এতে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। হ্যাকার চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করছি। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন, এ বিষয়ে একটি জিডি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...