More

    কালকিনিতে পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ নিধন

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে সজীব বেপারী (৩৮) নামে এক ব্যবসায়ীর পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে করে ওই ব্যবসায়ীর প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

    ক্ষতিগ্রস্ত সজীব পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের লুৎফার রহমান বেপারীর ছেলে। আজ সোমবার সকালে ভুক্তভোগী পরিবার সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ভুক্তভোগী সূত্রে জানাগেছে, সজীব বেপারী তার বাড়ির পুকুরে রুই, কাতল ও তেলাপিয়াসহ বিভিন্ন দেশী প্রজাতির মাছ দীর্ঘদিন ধরে চাষ করে আসছেন।

    পূর্ব শত্রুতার জের ধরে রোববার গভীর রাতে একদল দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে করে ওই পুকুরের সমস্ত মাছ মড়ে গিয়ে পানির উপর ভেসে ওঠে।ভুক্তভোগী সজীব বেপারী জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে পুকুরের সমস্ত মাছ বিষ ঢেলে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। আবার গভীর রাতে আমার বসত ঘরের উপর ইটপাটকেল ও একটি ককটেল মেরেছে।

    আমি প্রশাসনের মাধ্যমে বিচার চাই। এ ব্যাপারে কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...