বরিশালের উজিরপুরে সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদারে বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
২১ মার্চ বৃহস্পতিবার উপজেলার সাতলা ইউনিয়নের একতা বাজারে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এতে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করে।
স্থানীয় সুত্রে জানা গেছে পশ্চিম সাতলা এলাকায় মাছের ঘের দখল ও অবৈধ ড্রেজার বসিয়ে ফসলি জমি ভরাট, প্রবহমান খালে বাধ দিয়ে দখলের চেষ্টা চালায় প্রভাবশালী দখলদার প্রতিপক্ষরা। এতে বাধা দেয় সাধারণ জনগণ ফলে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়,
এরই ধারাবাহিকতায় দখলদারেরা পরিকল্পিত ভাবে বিভিন্ন ভাবে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন হাওলাদার কে হেয় প্রতিপন্ন করার জন্য সাজানো মামলায় আসামি করলে সাধারণ জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হাওলাদার, ইউপি সদস্য আবুল কালাম, টিটুল বিশ্বাস স্থানীয় মশিউর রহমান বলেন কৃষি ও মাছ মুরগির পালন করে এলাকার সাধারণ মানুষ সুন্দর ভাবে জীবিকা নির্বাহ করে কিন্তু কতিপয় দখলদার দখল বানিজ্যর পথ সুগম করতে মানুষের উপর চাপ
প্রয়োগ করে আসছে আর এই সাধারণ জনগণের পক্ষে থেকে শাহিন প্রতিবাদ করার কারণেই মামলায় আসামি করা হয়েছে। আমরা এই ঘটনার প্রতিবাদ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানাই।