More

    উজিরপুরে ডিবি পুলিশের হাতে ৩ মাদক সম্রাট গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুরে পুলিশের অভিযানে ৩ মাদক সম্রাট গ্রেফতার। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ডিবি পুলিশের এসআই আবজাল হোসাইন ও এএসআই রাজিব চন্দ্র পালসহ চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট কচুয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৩ মাদক সম্রাটকে ৩৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    গ্রেফতারকৃতরা হলেন কচুয়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান , কানসি গ্রামের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শিরাজ সরদারের ছেলে ফাহিম সরদার ও ধামুরা গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেন ফকিরের ছেলে মোঃ সোহেল ফকির ।

    এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আবজাল হোসাইন বাদী হয়ে ২৪ মার্চ উজিরপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, গ্রেফতার কৃতদের বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    মাদকের সাথে কোন আপোষ নহে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...