More

    আগৈলঝাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি এনজিও ব্র্যাক এর আয়োজনে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষ্যে হাসপাতাল চত্বর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

    পরে হাসপাতালের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে বিশ্ব যক্ষ্মা দিবসে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডা. শিশির কুমার গাইন, ডা. অঙ্কুর কর্মকার, স্যানিটারি ইন্সেপেক্টর সুকলাল সিকদার,

    মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. জাকির হোসেন, ম্যানেজার (যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি) সাইমুন সিকদার প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি...