More

    বরগুনায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

    অবশ্যই পরুন

    বরগুনার তালতলীতে ২ কেজি গাঁজাসহ শহীদ (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

    রোববার (২৪ মার্চ) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। শহীদে ঐ গ্রামের দেনছের আলীর ছেলে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের শহীদের বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সেসময় ২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ শহীদকে আটক করা হয়।

    বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশীর আলম জানান, এ ঘটনায় শহীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তালতলী থানায় সোপর্দ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে জেলা আ.লীগের সহ-সভাপতিসহ তিন নেতা কারাগারে

    ঝালকাঠি জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে করা মামলায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ তিন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন...