বরিশালের আগৈলঝাড়ায় গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুনসহ প্রমুখ।
নিহতদের স্মরণে উপজেলার সকল মসজিদে বাদ জোহর দোয়া—মিলাদ অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মন্দির, গির্জা, প্যাগোডায়ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।