More

    উজিরপুরে আগুনে বসতঘর পোড়া দুই পরিবার পেলো ৫০ হাজার টাকার অনুদান

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর উপজেলার হারতায় আগুনে বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ক দুই পরিবারের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

    ২৫ মার্চ বেলা ১২.১৫ টায় উপজেলা পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন চেক বিতরন করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা সহ আরো অনেকে।

    উল্লেখ্য,গত ২১ মার্চ রাত ১২টার দিকে হারতা বাজারের পূর্ব পাশে রমণী মাস্টার এর বাড়িতে রাম হালদার ও প্রিয়া মণ্ডলের চৌচালা টিনের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী রাম হালদার ও প্রিয়া মন্ডলকে ২৫ হাজার টাকা করে দুজনের মাঝে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...