বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার প্রত্যুষে ৫১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করে উপজেলা প্রশাসন।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কলেজের মঞ্চে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, থানার ওসি মো. আলম চাঁদ ও সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া।
অন্যদিকে স্বাধীনতা ও জাতীয় দিবসে সকাল আটটায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকল শহিদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, নেতা—কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান মলিনা রানি রায়, রফিকুল ইসলাম, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগদান করেন।