বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদরের সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন,
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, সরকারি শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার ও মলিনা রানি রায়।
সংবর্ধনা সভায় ৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদের সাথে সম্মুখ যুদ্ধে উপজেলার ১৬জন শহিদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রশাসনের সংবর্ধিত উপজেলার শহিদ পরিবারগুলো হলো দক্ষিণ গৈলা গ্রামের সিপাহি শহিদ আলাউদ্দিন, ওই গ্রামের শহিদ নুরুল ইসলাম হাওলাদার,
মধ্য শিহিপাশা গ্রামের শহিদ আ. মান্নান মোল্লা (লাশ পাওয়া যায়নি), সেরাল গ্রামের শহিদ সিরাজুল ইসলাম (লাশ পাওয়া যায়নি), ভালুকশী গ্রামের শহিদ আব্দুল মান্নান খান, বাশাইল গ্রামের শহিদ গোলাম মাওলা, ছোট বাশাইল গ্রামের শহিদ সেকেন্দার আলী ব্যাপারী (লাশ পাওয়া যায়নি),
বাশাইল গ্রামের শহিদ আব্দুল আজিজ শিকদার (লাশ পাওয়া যায়নি), বসুন্ডা গ্রামের শহিদ আব্দুল হক হাওলাদার, চেংগুটিয়া গ্রামের শহিদ আমির আলী খান (লাশ পাওয়া যায়নি), পয়সা গ্রামের শহিদ সামসুল হক (লাশ পাওয়া যায়নি), ফুল্লশ্রী গ্রামের শহিদ মুনসুর আহমেদ (লাশ পাওয়া যায়নি),
চাঁদত্রিশিরা গ্রামের শহিদ তৈয়ব আলী বক্তিয়ার, বেলুহার গ্রামের শহিদ কাজী আব্দুস সালাম (লাশ পাওয়া যায়নি), রত্নপুর গ্রামের শহিদ ফজলুল হক হাওলাদার (লাশ পাওয়া যায়নি), বরিয়ালী গ্রামের শহিদ বিডিআর মহসীন আলী।