বকেয়া ভাতা পরিশোধ, বেতন-ভাতা বৃদ্ধিসহ ৪ দাবিতে এবার বরিশালেও ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (২৬ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এই কর্মসূচিতে নামেন তারা।
তাদের দাবিগুলো হলো, পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার এবং এফসিপিএস-রেসিডেন্ট-নন-রেসিডেন্ট চিকিৎসকদের বকেয়া ভাতা পরিশোধ করতে হবে, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা করতে হবে, বিএসএমএমইউয়ের অধীন ১২ প্রাইভেট প্রতিষ্ঠানের রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা পুনরায় চালু করতে হবে এবং চিকিৎসক সুরক্ষা আইন সংসদে পাস ও বাস্তবায়ন করতে হবে।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, তারা মাসে ১৫ হাজার টাকা করে ভাতা পান। কিন্তু বর্তমান বাজারে এই টাকায় তাদের জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই কমপক্ষে ৩০ হাজার টাকা ভাতার দাবি তাদের।