More

    উজিরপুরে স্কুল কমিটির সভাপতি নির্বাচন রহস্যজনক ভাবে স্থগিত করলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, কমিটির ক্ষোভ

    অবশ্যই পরুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচন সম্পন্ন করতে এসে রহস্যজনকভাবে সভাপতি নির্বাচন স্থগিত করে চলে গেলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান।

    ২৭ মার্চ বিকেল তিনটা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নব নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরবর্তী ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের উদ্দেশ্যে বসেন। সভায় বর্তমান সভাপতি ও শিকারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন হাওলাদার কে পুনরায় সভাপতি হিসেবে প্রস্তাব করেন।

    অপরদিকে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ অলিউল মল্লিক নিজেকে প্রার্থী হিসেবে উপস্থাপন করেন, সভাপতি নির্বাচিত সভায় অলিউল মল্লিককে কেউ প্রস্তাব ও সমর্থন করেননি। কিন্তু শিক্ষা কর্মকর্তা ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে অন্য একটি রুমে গিয়ে গণ্যমান্য ব্যক্তিদের মাঝে এসে সভাপতি নির্বাচন স্থগিত ঘোষণা করেন এতে উপস্থিত কমিটির সদস্যের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

    এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হাসান জানান,সভাপতি নির্বাচনের বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিয়ে পরামর্শ চাইলে তিনি আমাকে নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন। তাই আমি নির্বাচনে স্থগিত করেছি মাত্র। কি কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি নির্বাচন স্থগিত করতে বলেছেন এ বিষয়ে কোনো সদউত্তর দিতে পারেনি তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আওয়ামী লীগের মিছিলের চেষ্টা, আটক ৪

    বরিশাল নগরীর কাশিপুরে মশাল নিয়ে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায়...