বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভগ্নীপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র পিতা শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের ১০৪ তম জন্মবার্ষিকী বরিশালের আগৈলঝাড়ায় পালন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া—মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের জীবনীর উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগ সভাপতি মলিনা রানি রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ— সভাপতি হেমায়েত উদ্দিন, আ.সাত্তার মোল্লা, নিত্যানন্দ মজুমদার, মাইকেল মালাকার, বিপুল দাস, ইলিয়াস তালুকদার, গোলাম মোস্তফা সর্দার,
যুগ্ম— সম্পাদক আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, সহ—দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জ্বল, কৃষি বিষয়ক সম্পাদক রমণী কান্ত সরকার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক শহিদ তালুকদার,
স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবি সেরনিয়াবাত, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, সাবেক ছাত্রলীগ নেতা মিঠুন কুমার বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া—মিলাদ অনুষ্ঠিত হয়েছে। দোয়া—মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন। উল্লেখ্য, ১৯২১ সালের ২৮মার্চ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের এক রাজনৈতিক পরিবারের জন্মগ্রহণ করেছিলেন।