More

    আগৈলঝাড়ায় হিন্দু পরিবারের সম্পত্তি কম মূল্যে বিক্রি না করায় প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় একটি হিন্দু পরিবার কম মূল্যে তাদের সম্পত্তি বিক্রি না করায় তাদের উপর হামলা করে নারীসহ তিনজনকে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

    এঘটনায় তাদের চলাচলের একমাত্র যাতায়াতের পথ বাঁশ ও নেট দিয়ে বন্ধ করে দিয়েছে হামলাকারীরা। এঘটনায় নারীর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। উলটো হামলাকারীরা থানায় গিয়ে আহতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    পরবর্তীতে হিন্দু পরিবার আগৈলঝাড়া থানায় ২৮ মার্চ বিকেলে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামের সঞ্জয় বাড়ৈ তার বাড়ির ৯ শতাংশ জায়গা বিক্রি করার জন্য তার ঘরের সামনে রহমান ভাট্টির কাছে প্রস্তাব দেন।

    রহমান ভাট্টি ওই জায়গার যে মূল্য তার থেকে কম দিতে চান। সঞ্জয় বাড়ৈ পরে পার্শ্ববতীর্ বাড়ির মন্নান ভাট্টিকে জায়গা কেনার প্রস্তাব দিলে তিনি বেশী মূল্যে ওই জায়গা ক্রয় করতে রাজি হয়। বেশী মূল্য পেয়ে সঞ্জয় বাড়ৈ বাড়ির ৯ শতাংশ জায়গা (৫ লক্ষ ৬০ হাজার টাকায়) মন্নান ভাট্টির কাছে বিক্রি করেন।

    রহমান ভাট্টির কাছে সঞ্জয় বাড়ৈ জায়গা বিক্রি না করায় রহমান ভাট্টি ক্ষুব্ধ হয়ে তাদের চলাচলের একমাত্র যাতায়াতের পথ বাঁশ ও নেট দিয়ে বন্ধ করে দেন। এ ঘটনা নিয়ে গত ২৭ মার্চ সঞ্জয় বাড়ৈর সাথে রহমান ভাট্টির বাকবিতণ্ডার একপর্যায় রহমান ভাট্টির ছেলে মনির ভাট্টি হামলা করে সঞ্জয় বাড়ৈ, তার মা গোলাপি বাড়ৈ, স্ত্রী গৌরী বাড়ৈকে গুরুতর আহত করে।

    এসময় হামলাকারী মনির ভাট্টি গৌরী বাড়ৈর পরিধেয় কাপড় ছিড়ে ফেলে তার শ্লীলতাহানী ঘটায়। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উলটো রহমান ভাট্টির পরিবার থেকে ঘটনার দিনই আহত সঞ্জয় বাড়ৈর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

    এব্যাপারে অভিযুক্ত রহমান ভাট্টি বলেন, আমি আগৈলঝাড়া উপজেলা সদরে যাচ্ছি। আপনাদের প্রেসক্লাবে গিয়ে কথা বলবো। রহমান ভাট্টি পরবর্তীতে আর সে কথা বলতে প্রেসক্লাবে আসেনি।

    ২৮ মার্চ বিকেলে সঞ্জয় বাড়ৈ বাদী হয়ে আগৈলঝাড়া থানায় রহমান ভাট্টির পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পেয়ে এএসআই অনুপম বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ

    বরিশালের গৌরনদীতে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১০ বছরের শিশু সৈয়দ মো. আব্দুল্লাহ। এত কম সময়ের মধ্যে...