More

    আগৈলঝাড়ায় স্বাস্থ্য কার্ড দেয়াড় নামে উঠানো টাকা ফেরত দুই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চাকুরিচ্যুত

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ৯ হাজার ৪ শত ৬৩টি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) স্বাস্থ্যকার্ড দেওয়ার নামে উঠানো টাকা ফেরত দেয়া হয়েছে।

    এই কর্মসূচির দুই ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সৈকত মধু ও কবিতা খানমকে চাকুরিচ্যুত করা হয়েছে। জানা গেছে, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের নিবন্ধন ও তালিকাভুক্তি সম্পন্ন করতে উপজেলার ৫টি ইউনিয়নে ১০জন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেয় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি।

    উপজেলার দারিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারের তথ্য সংগ্রহ ও স্বাস্থ্যকার্ড দেয়াড় নামে ৫০ টাকা করে নেয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের টনক নড়ে।

    কর্মকর্তারা ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়ায় গ্রহনকৃত টাকা ফেরত দেওয়া হয়েছে। ওই ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সৈকত মধু ও কবিতা খানমকে চাকুরিচ্যুত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) প্রোগ্রাম কর্মকর্তা নাজমুল হক।

    এব্যাপারে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) প্রোগ্রাম কর্মকর্তা নাজমুল হক বলেন, ঘটনার তদন্ত করে সত্যতা পেয়ে দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নেওয়া টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) আওতায় বিভিন্ন পরিবারকে স্বাস্থ্যকার্ড দেওয়ার নামে টাকা নেয়ার ঘটনা আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা ঘটনার তদন্ত করে দুইজনকে চাকুরি থেকে বরখাস্ত করাসহ টাকা ফেরত দেওয়ার কথা শুনেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ

    বরিশালের গৌরনদীতে মাত্র ৮ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে ১০ বছরের শিশু সৈয়দ মো. আব্দুল্লাহ। এত কম সময়ের মধ্যে...