সকল জল্পনা—কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতার ছোট নাতি আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। রোববার রাতে নেতা—কর্মীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আশিক আবদুল্লাহর প্রার্থীতা ঘোষণার মধ্য দিয়ে নতুন করে শুরু হলো আগৈলঝাড়া উপজেলার রাজনৈতিক নতুন মেরূকরণ।
আশিক আবদুল্লাহ’র প্রার্থিতার খবরে আনন্দ—উচ্ছ্বাসে ভাসছে উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে আশিক আবদুল্লাহ প্রার্থী হবেন এমন জল্পনা—কল্পনা ছিল সর্বত্র।
৩১ মার্চ রাতে উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে জনাকীর্ণ নেতা—কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহিদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল—১ আসনের এমপি আলহাজ¦
আবুল হাসানাত আবদুল্লাহ’র ছোট ছেলে, বরিশাল জেলা আওয়ামী লীগের অন্যতম নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া নিশ্চিত করে সোমবার সকালে সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ বলেন, বিষয়টি দলের সিদ্ধান্ত।
তাই দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনই এই বিষয়ে দলের নেতা—কর্মী ও সর্বস্তরের লোকজনকে তার প্রার্থীতা হওয়া বা না হওয়া নিশ্চিত করবেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন জানান, সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর প্রার্থিতার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন দল থেকে প্রতীক না দিলেও দলের নেতা—কর্মীদের একজন প্রার্থীর পক্ষে অবশ্যই সমর্থন থাকবে।
আর আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করবেন। সে লক্ষ্যে দল সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।