More

    বরিশালে জেলের জালে ধরা পড়ল হাঙরের বাচ্চা

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় জেলের জালে একটি হাঙরের বাচ্চা ধরা পড়েছে। রোববার (৩১ মার্চ) ধরা পড়া মাছটির কোনো ক্রেতা না পেয়ে সোমবার (১ এপ্রিল) সকালে ফেলে দেওয়া হয়েছে।

    মাছ ব্যবসায়ী সত্যরঞ্জন বলেন, সন্ধ্যা নদীতে রোববার জাল ফেলে ছিলেন জেলে কালু। সন্ধ্যায় জাল টেনে তোলার পর প্রায় দুই কেজি ওজনের একটি হাঙর মাছ পাওয়া যায়। পরে হাঙরটি আড়তে নিয়ে এসে ছিলেন তিনি। সোমবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত কোনো ক্রেতা পাওয়া যায়নি। তাই হাঙরটি ফেলে দেওয়া হয়েছে।

    বানারীপড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসিরউদ্দিন বলেন, অনেক রাতে খবরটি জেনেছি। কিন্তু গিয়ে দেখা হয়নি।

    তাই হাঙরটি কোনো প্রজাতির তা বলা যাচ্ছে না। মৎস্য কর্মকর্তার ধারণা পথ ভুলে নদীতে এসে ছিল হাঙরের বাচ্চা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...