More

    মূল্যস্ফীতির চাপে বরিশালের ঈদের বাজার এবার ফুটপাত ও হকার্স মার্কেটে

    অবশ্যই পরুন

    বরিশালে এবারের ঈদের বাজার অনেকটাই ফুটপাত ও হকার্স মার্কেটে। অনেক সাধ থাকলেও মূল্যস্ফীতির চাপে সাধ্যের সাথে না মেলায় তৈরী পোষাক থেকে শুরু করে অনেক পণ্য কিনতেই বেশীরভাগ ক্রেতাই এবার ফুটপাত ও হকার্স মার্কেটের দোকানগুলোকে বেছে নিচ্ছেন। নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভনিউ থেকে চক বাজারের ফুটপাথ এবং মহশিন মাকের্টে ক্রেতাদের যে ভীড় লক্ষ্য করা যাচ্ছে,

    সে তুলনায় স্থায়ী দোকানগুলোতে ক্রেতা সমাগম কম। বছরের সেরা উৎসবে পরিবার পরিজনের হাতে একটি নতুন পোষাক তুলে দেয়ার সাধের সাথে সাধ্যের অসংগতির ফলে অনেকের পক্ষেই এবার তা সম্ভব হচ্ছে না। ফলে ফুটপাতকেই বেছে নিচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মধ্যবিত্ত মানুষগুলো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...